ইউরোপীয়দের আগমন এবং ব্রিটিশ সম্প্রসারন

Show Important Question


21) ইংরেজ শক্তির সঙ্গে ফরাসী শক্তির কোথায় প্রচন্ড সংঘর্ষ হয়েছিল
A) পূর্ব ভারত
B) পশ্চিম ভারত
C) উত্তর ভারত
D) দক্ষিণ ভারত

22) বাংলার ডাচ্ শক্তির বাণিজ্যের প্রধান কেন্দ্র কোনটি ছিল
A) শ্রীরামপুর
B) চীনাসুরা বা চুচুড়া
C) কাশিমবাজার
D) ঢাকা

23) ১৮০৯ সনে যখন রঞ্জিত সিংয়ের সঙ্গে অমৃতসর সন্ধি হয়েছিল তখন ইংরেজ প্রশাসক কে ছিলেন
A) ওয়েলেসলী
B) মিন্টো
C) হেস্টিংস
D) এগুলির কোনটি নয়

24) পর্তুগীজ প্রশাসনের প্রধান আলফনসো ডি আলবুকার্ক কোথাকার রাজাকে সামরিক সমর্থন করেছিলেন
A) গোয়া
B) বিজাপুর
C) কোচিন
D) কালিকট

25) কোন শক্তি বোম্বেতে (এখন মুম্বাই) প্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন
A) ইংরেজ
B) পর্তুগীজ
C) ডাচ
D) ফরাসী

26) নিম্নে উল্লেখিত কোন ইউরোপীয় শক্তিটি ১৮৪৫ সনে তাদের উপনিবেশগুলি ইংরেজ শক্তিকে বিক্রি করে দিয়েছিলেন
A) ডাচ্
B) দানিশ
C) আরমানিয়ান
D) এদের কেউই নয়

27) কোন অঞ্চলটিকে সর্বপ্রথম অধীনতামূলক মিত্ৰতা নীতির আওতায় আনা হয়েছিল
A) অযোধ্যা
B) হায়দ্রাবাদ
C) মহীশূর
D) এগুলির কোনটি নয়

28) কার নেতৃত্বে ইংরেজ শক্তি এবং মারাঠা শক্তির মধ্যে বেসিনের সন্ধি হয়েছিল
A) দৌলত রাও সিন্ধিয়া
B) মহাদজী সিন্ধিয়া
C) বাজী রাও
D) যশবন্ত রাও হলকার

29) ১৬১০ খ্রীষ্টাব্দে পর্তুগীজ শক্তি কোন রাজ্যের কাছ থেকে গোয়া দখল করে নিয়েছিল ?
A) কোচিন
B) কালিকট
C) বিজাপুর
D) এদের কোনটি নয়

30) ইষ্ট ইন্ডিয়া কোম্পানী কার থেকে বছরে ৩০০০ টাকা প্রদানের বিনিময়ে বাংলায় ব্যবসা করার অধিকার পেয়েছিলেন
A) সম্রাট জাহাঙ্গীর
B) সম্রাট আওরঙ্গজেব
C) বাংলার সুবাদার সুজা
D) এদের কেউ নয়

31) কার পরিচালিত ফরাসী শক্তি ভারতে শান্তি বজায় রাখতে এবং ইংরেজ শক্তির কার্যকলাপে হস্তক্ষেপ না করতে রাজী হয়েছিল
A) ডুপ্লে
B) গোদেহু
C) বুশী
D) এদের কেউই নয়

32) কোন সেনাপতির নেতৃত্বে ইংরেজ শক্তি ১৭৬৫ খ্রীষ্টাব্দে বক্সারের যুদ্ধে ইংরেজ বিরোধী শক্তিকে পরাজিত করেছিল
A) কার্ণাক
B) ক্লাইভ
C) হেক্টর মুনরো
D) এদের কোনটি নয়

33) কোন অঞ্চলটিকে সর্বপ্রথম স্বত্ববিলোপ নীতির আওতায় আনা হয়েছিল
A) জয়পুর
B) নাগপুর
C) সাতারা
D) এগুলির কোনটি নয়

34) ইংরেজ ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর ব্যবসায়ীক কার্যক্রম প্রথম কোথায় শুরু হয়েছিল
A) বোম্বে
B) কলকাতা
C) আমেদাবাদ
D) সুরাট

35) ১৭৬০ সনে বন্দীবাসের যুদ্ধে ফরাসী শক্তি কোন ইংরেজ জেনারেলের অধীনে পরিচালিত ইংরেজ শক্তির কাছে হেরে গিয়েছিল
A) আয়ার কূট
B) রবার্ট ক্লাইভ
C) লালি
D) এদের কেউ নয়

36) ১৬১৫ সনে ব্রিটিশ রাজা প্রথম জেমসের দূত হিসাবে জাহাঙ্গীরের দরবারে আসা স্যার টমাস রো কত বছর ভারতে ছিলেন ?
A) এক বছর
B) দুই বছর
C) তিন বছর
D) চার বছর

37) ব্রিটিশ দূত জন সুরমান কোন মুঘল সম্রাটের কাছ থেকে ভারতে ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর জন্য ব্যবসা করার নানারকম সুবিধা পেয়েছিলেন
A) আওরঙ্গজেব
B) ফারুকশিয়ার
C) বাহাদুর শাহ
D) এদের কেউ নয়

38) কোন অ্যাংলো মহীশূর যুদ্ধের সময় টিপু সুলতান যুদ্ধ করতে মারা গিয়েছিলেন
A) তৃতীয়
B) চতুর্থ
C) পঞ্চম
D) এগুলির কোনটি নয়

39) লা বুরডোনাইজ কোন স্থানের ফরাসী উপনিবেশের প্রশাসক ছিলেন
A) পন্ডিচেরী
B) শ্রীলঙ্কা
C) মরিশাস
D) এদের কোনটি নয়

40) ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর শাসনের সময় কে পাঞ্জাবকে কোম্পানীর শাসনের সঙ্গে অন্তর্ভূক্ত করেছিলেন
A) লর্ড হার্ডিঞ্জ
B) লর্ড ডালহৌসী
C) লর্ড ক্যানিং
D) এর কোনটি নয়